• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

অপরাধ

ভেদরগঞ্জে জিনের রানিকে কারাদন্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০২৩

শরীয়তপুরপ্রতিনিধি :

ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে অঞ্জনা কর্মকার নামে এক জিনের রানিকে আটক করে ৩০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে  ওই নারীকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ২৫’শ থেকে ৫ হাজার টাকা ভিজিট  নিয়ে জ্বীনের মাধ্যমে সব ধরনের চিকিৎসাসহ বিভিন্ন কার্যক্রমের কথা বলে প্রতারণা করে আসছিলেন অঞ্জনা কর্মকার। এমন তথ্য পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও পুলিশের একটি দল সাথে নিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ নারীকে ৩০ দিনের কারাদন্ড দেওয়া হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, অঞ্জনা রানি কর্মকার ওরফে অঞ্জু সব সমস্যা ও রোগের চিকিৎসা করতে পারেন বলে মানুষের কাছ থেকে   টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। তাকে রামভদ্রপুর ইউনিয়নের পাচালিয়া গ্রাম থেকে হাতেনাতে ধরে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ভুয়া চিকিৎসক, ভূয়া  কবিরাজদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads